প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 19, 2025 ইং
জামায়াতের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হলেন আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক,
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি বক্তৃতা চলাকালীন স্টেজে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তবে তাৎক্ষণিক চিকিৎসা নিয়ে কিছুক্ষণ পর স্টেজে বসেই বাকী বক্তব্য শেষ করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টা ২০ মিনিটে মঞ্চে উঠে বক্তব্য শুরু করেন জামায়াত আমির। কিছু সময় কথা বলার পর হঠাৎ তিনি ভারসাম্য হারিয়ে মঞ্চেই বসে পড়েন।
সঙ্গে সঙ্গে দলীয় স্বেচ্ছাসেবক ও উপস্থিত চিকিৎসকরা এগিয়ে এসে তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
দ্বিতীয় দফায় তিনি উঠে দাঁড়িয়ে বক্তব্য দিতে চেষ্টা করলেও শারীরিক অসুস্থতার কারণে আবার বসে পড়েন। পরে স্টেজে বসেই বক্তব্য চালিয়ে যান তিনি।
‘একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা হবে দুর্নীতির বিরুদ্ধে’
বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন,
“একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে, ইনশাআল্লাহ।”
জামায়াত সূত্র জানায়, তীব্র গরম ও শারীরিক দুর্বলতার কারণেই তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েন।
সাত দফা দাবিতে চলছে জামায়াতের জাতীয় সমাবেশ
‘সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি (PR) চালু, জুলাই গণহত্যার বিচার এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত’সহ সাত দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, “এই সমাবেশ শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি সংস্কার ও ন্যায়ের পথে জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জুলাই ৩৬ নিউজ